| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জনগণকে পথে নামতে বাধ্য করবেন না : নেজামে ইসলাম পার্টি 


জনগণকে পথে নামতে বাধ্য করবেন না : নেজামে ইসলাম পার্টি 


রহমত নিউজ ডেস্ক     01 February, 2023     05:11 PM    


সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৫.৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.১০ শতাংশ বিদ্যুৎ এর দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ (১ ফেব্রুয়ারি) বুধবার বিকালে পার্টির প্রচার সচিব আবদুল্লাহ আল মাসউদ খান গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে  নেতৃদ্বয় এই প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, বিগত তিন সপ্তাহে তিনবার এবং গত চৌদ্দ বছরে এগারোবার বিদ্যুতের দাম বাড়িয়ে রেকর্ড গড়ে জনগণের সাথে প্রহসনের খেলা খেলছে সরকার। এটা জনদুর্ভোগ সৃষ্টি করবে। নিত্যপণ্যের বাজারকে অস্থির করে তুলবে এবং গরীব দুঃখী, মেহনতী মানুষের জীবনকে আরও কঠিন ও দুর্বিষহ করে তুলবে। বিদ্যুতের এই লেজে গোবরে অবস্থা দুর্নীতি লুটপাট ও সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং অসৎ লোকদের নেতৃত্বের ফল। জনগণকে পথে নামতে বাধ্য করবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। অবিলম্বে তেল গ্যাস ও বিদ্যুতের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।